আন-নাজাত অনলাইন মাদ্রাসায় আপনাকে স্বাগত
আরবি ভাষায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২০২২ “আন-নাজাত অনলাইন মাদ্রাসা”র কার্যক্রম শুরু হয়। ২০২২ সালে “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট” (বিএমটিটিআই) কর্তৃক পরিচালিত “অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ” কোর্সের ৬৫ ও ৮০তম ব্যাচে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। এ কোর্সের ফলে প্রশিক্ষণার্থীদের মধ্যে নতুন করে আরবি ভাষায় দক্ষতা উন্নয়নে আগ্রহ তৈরি হয়।
পরবর্তীতে ৬৫তম ব্যাচের কয়েকজন প্রশিক্ষণার্থীর বিশেষ অনুরোধে ১০ ডিসেম্বর, ২০২২ সালের ১০ ডিসেম্বর “অনলাইন নাহু-সরফ কোর্স”-এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে “আন-নাজাত অনলাইন মাদ্রাসা”র যাত্রা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিএমটিটিআই) কর্তৃক পরিচালিত “অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ” কোর্সের প্রধান সমন্বয়ক প্রফেসর মাহমুদুল হক স্যার (পরবর্তীতে তিনি উক্ত প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন) এবং সভাপতিত্ব করেন ড. সৈয়দ মুহা. শরাফত আলী (সাবেক প্রিন্সিপাল, ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা, পিরোজপুর)।
এটি মূলত আরবি ব্যাকরণ (নাহু-সরফ) ও আরবি কথোপকথন প্রশিক্ষণের মাধ্যমে আরবি বিষয়ের শিক্ষকবৃন্দের (আরবি প্রভাষক ও সহকারী মৌলভী) পেশাগত দক্ষতা উন্নয়নের প্রচেষ্টা মাত্র।
পরবর্তীতে ২০২৩ সালে NTRCA কর্তৃক “১৭তম শিক্ষক নিবন্ধন” পরীক্ষায় আরবি প্রভাষক পদের লিখিত অনলাইন ব্যাচ শুরু হয়। লিখিত ব্যাচের শিক্ষার্থীদের অসামান্য সফলতায় আমরা ভাইভা ব্যাচ শুরু করি।
২০২৪ সালে আরও বৃহৎ পরিসরে “১৮তম শিক্ষক নিবন্ধন” পরীক্ষার্থীদের নিয়ে তিনটি ব্যাচ শুরু হয়;
- আরবি প্রভাষক (মাদ্রাসা)
- সহকারী মৌলভী (আরবি)
- সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা)।
শুরুতে এ প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য ছিল আরবি ভাষার বিভিন্ন কোর্সের প্রশিক্ষণের মাধ্যমে আরবি বিষয়ের শিক্ষকবৃন্দের (আরবি প্রভাষক ও সহকারী মৌলভী) পেশাগত দক্ষতা উন্নয়ন। তবে পরবর্তীতে একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যাপারেও পরিকল্পনা গ্রহণ করা হয়।

পরিচালক
মোঃ রফিকুল ইসলাম
অনার্স (আল-হাদীস) BTIS, ফার্স্ট ক্লাস সেকেন্ড
মাস্টার্স (আল-হাদীস) MTIS, ফ্যাকাল্টি ফার্স্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত,
পিএইচডি গবেষক,
ইসলাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রভাষক (আরবি),
পিংগলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা
সাবেক প্রভাষক (আরবি),
দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা
ট্রেইনার, "অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স" বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর