টার্মস অ্যান্ড কন্ডিশনস
আন-নাজাত অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট ব্যবহারের জন্য নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য। তাই আমাদের সেবা গ্রহণের পূর্বে অনুগ্রহ করে নিম্নলিখিত শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।
১. ভূমিকা:
এই ওয়েবসাইটটি ব্যবহার করে, আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। যদি আপনি এই শর্তাবলীর সাথে একমত না হন, তবে দয়া করে ওয়েবসাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন।>
২. সেবা ও বিষয়বস্তু:
আন-নাজাত অনলাইন মাদ্রাসা আরবি ভাষা ও ইসলামিক শিক্ষার উপর বিভিন্ন অনলাইন কোর্স ও পরামর্শ সেবা প্রদান করে। আমরা আমাদের সেবা ও বিষয়বস্তু সময়ে সময়ে পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করি।
৩. ব্যবহারকারীর দায়িত্ব:
নিবন্ধন: সেবা গ্রহণের ক্ষেত্রে সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।
গোপনীয়তা: আপনার অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সংঘটিত সকল কার্যক্রমের জন্য আপনি দায়ী থাকবেন।
আচরণবিধি: ওয়েবসাইট ব্যবহারকালে কোনো অবৈধ, আপত্তিকর বা অনৈতিক কার্যক্রমে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন।
৪. অর্থপ্রদান ও রিফান্ড নীতিমালা:
ফি ও পেমেন্ট: প্রতিটি কোর্সের জন্য নির্ধারিত ফি প্রদানের পরই কোর্সে অংশগ্রহণ করা যাবে।
রিফান্ড নীতিমালা: আমাদের রিফান্ড নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে রিফান্ড প্রদান করা হয়। বিস্তারিত রিফান্ড নীতিমালা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৫. কপিরাইট:
ওয়েবসাইটে প্রদত্ত সকল বিষয়বস্তু (যেমন: টেক্সট, গ্রাফিক্স, লোগো, ইমেজ, ভিডিও) আন-নাজাত অনলাইন মাদ্রাসার কপিরাইটের অন্তর্ভুক্ত। আমাদের পূর্বানুমতি ছাড়া এগুলো পুনরুৎপাদন, বিতরণ বা অন্য কোনোভাবে ব্যবহার করা নিষিদ্ধ।
৬. তৃতীয় পক্ষের লিঙ্ক:
ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। আমরা এই ওয়েবসাইটগুলোর বিষয়বস্তু বা নীতিমালার জন্য দায়ী নই।
৭. সীমাবদ্ধতা:
- আমরা শিক্ষার্থীদের সর্বোত্তম মানের সেবা প্রদানে সচেষ্ট থাকি, তবে অনলাইন মাধ্যমের সীমাবদ্ধতা থাকায় কোনো কারিগরি সমস্যার জন্য আমরা দায়ী থাকবো না।
- আমরা কোনো শিক্ষার্থী বা তৃতীয় পক্ষের ক্ষতির জন্য দায়ী থাকবো না।
- আমাদের সেবা ব্যবহারের ফলে কোনো সরাসরি, পরোক্ষ বা আনুষঙ্গিক ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
- সেবাগ্রহণকারী তাঁর টেকনিক্যাল কারণে সেবা গ্রহণে ব্যর্থ হলে (যেমন: ক্লাস অ্যাক্সেস করতে না পারা, ত্রুটিযুক্ত ডিভাইস ইত্যাতি) আমরা দায়ী থাকবো না।
৮. পরিবর্তন ও সংশোধন:
আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তনগুলি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।
৯. আইন ও বিচারব্যবস্থা:
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতে নিষ্পত্তি করা হবে।
১০. যোগাযোগ:
এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন বা মন্তব্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: annazatonlinemadrasah@gmail.com
হটলাইন: 01323174625, 01951746314, 01824452246 অথবা 01921949988 এ ফোন করে অথবা ইমেইল)
১১. একাউন্ট বাতিলকরণ
কোনোরকম অনৈতিক কার্যকলাপ করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।
কোনো ব্যবহারকারী আমাদের নিয়ম ভঙ্গ করলে আমরা যেকোনো সময় তাদের পরিষেবা বাতিল করার অধিকার সংরক্ষণ করি।
এই শর্তাবলী সর্বশেষ আপডেট করা হয়েছে: ৪ এপ্রিল ২০২৫।