প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন: কী কী কার্যক্রম পরিচালিত হয়?
উত্তর: আরবি শিক্ষকগণের (আরবি প্রভাষক ও সহকারী মৌলভী) পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “বেসিক নাহু-সরফ কোর্স“, “হেদায়াতুন নাহু কোর্স (মূল আরবি কিতাব) ও আরবি কথোপকথন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়াও NTRCA কর্তৃক পরিচালিত আরবি প্রভাষক, সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ের অনলাইন কোর্স চালু রয়েছে।
প্রশ্ন: কীভাবে শিখানো হয়?
উত্তর: “আন-নাজাত অনলাইন মাদ্রাসা”র সকল কার্যক্রম অনলাইনেই পরিচালিত হয়।
প্রশ্ন: কারা পাঠদান করেন?
উত্তর: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, একাডেমিক পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী (ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফ্যাকাল্টি ফার্স্ট, স্বর্ণপদকপ্রাপ্ত) ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতিত্বের অধিকারী একঝাঁক চৌকস শিক্ষকমণ্ডলী পাঠদান করে থাকেন।
প্রশ্ন: কখন ভর্তি হওয়া যায়?
উত্তর: আরবি ভাষায় দক্ষতা উন্নয়নের কোর্সসমূহের ব্যাচ বছরের বিভিন্ন সময় পরিচালিত হয়। তবে ক্লাস শুরুর পূর্বে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আর শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর থেকে লিখিত পরীক্ষার ভর্তি কার্যক্রম শুরু হয়।